Multimedia Tips And Tricks

Index Your Blog Swiftly in Google

আমাদের সবারই কোন না কোন ব্লগ আছে, নতুন ব্লগারদের একটি সমস্যা তাহলো ব্লগের পোস্ট গুলোকে কিভাবে দ্রুত সার্চ ইঞ্জিন এ ইন্ডেক্স করা যায়। আপনারা জানেন যে যত দ্রুত পোস্ট গুলো সার্চ ইঞ্জিন গুলোতে ইনডেক্স হবে তত তাড়াতাড়িই আপনি আপনার পোষ্টের কিওয়ার্ড অনুযায়ী সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পেতে থাকবেন। আপনার ব্লগ যদি ঠিক মত ইনডেক্সই না হয় তাহলে ভিজিটর ত দূরের কথা, serp এই ভালো অবস্থানে থাকতে পারবেন না। আর তাই ইনডেক্স হওয়াটা একটা বড় ফ্যাক্টর।

20113019171534ping সার্চ ইঞ্জিনে দ্রুত ইন্ডেক্সিং এর জন্য URL পিং করুন
ব্লগ ইনডেক্স করা নিয়ে আর চিন্তা নাই, আমি কিছু সাইট শেয়ার করছি যেই সাইটগুলি আপনার ব্লগকে ইনডেক্স করতে খুব সহায়তা করবে। এগুলো পিং সাইট যা আপনার ব্লগের url কে দ্রুত ইনডেক্স করতে সাহায্য করে। এখানে গিয়ে আপনাদের ব্লগের url মানে সাইট এড্রেস দিয়ে সাবমিট করুন। অনেক ক্ষেত্রে আপনাকে সাইটের url এর সাথে সাথে আপনার সাইটের ফিড এড্রেস টা ও দিতে হতে পারে। তাই ফিড বার্নার টা ও তৈরি করে ফেলুন। এই নিন পিং সাইট লিস্ট গুলো।
  • http://pingomatic.com/
  • http://pingler.com/
  • http://www.pingmyblog.com/
  • http://autopinger.com/
  • http://feedshark.brainbliss.com/
  • http://blogsearch.google.com/ping
  • http://ping.in/
  • http://pingates.com/

Solve Auto Restart Problem In Your Pc:

কয়েকটি কারনে এই সমস্যাটি হতে পারেঃ
১। processor বেশি গরম হয়ে গেলে।
২। RAM এর কারনে
৩। Virus
৪। power supply.
এ জন্য আপনাকে step by step follow করতে হবে।
১। CPU ভিতরে পর্যাপ্ত বাতাস যাচ্ছে কিনা তা খেয়াল করুন।
২। Processor এর Fan এ আটকে থাকা ময়লা পরিষ্কার করুন।
৩। Speccy soft টি ব্যবহার করে আপনার processor,graphics card এর temperature চেক করে নিন।
Link>  www.piriform.com/speccy
৪। Ram টি খুলে port clean করে আবার লাগিয়ে দেখুন। অন্য port এ লাগিয়ে দেখুন।
৫।  Anti virus দিয়ে pc scan করুন। আমি সাজেস্ট করব ESET.
৬. Scan  করার পরেও যদি সমস্যা হয় তাহলে windows reinstall করুন। windows এর drive format করার সময় windows drive টি প্রথমে delete করুন। তারপর create করুন। আর quick format দিবেন না।
windows setup হয়ে গেলে প্রথমেই antivirus install করে full pc scan করুন। এরপর ও যদি এই সমস্যা দেখা যায় তাহলে বুঝতে হবে এই ভাইরাসটি আপনার full hard disk এ ছড়িয়ে গেছে। তখন full hdd format করতে হতে পারে।
৭। Full HDD format এর আগে power supply service centre এ গিয়ে চেক করে নিন ঠিক আছে কিনা।